বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাবের সামনে যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল হাসান, বিতর্কিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলার ঘটনার দশ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয়, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।
এ সময় বক্তৃতা করেন সাংবাদিক তৌহিদ জামান, নূর ইমাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মিলন শেখ, ইমদাদ হোসাইন, মো. তারেক প্রমুখ।

গত ২০ নভেম্বর এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের অনিয়ম, দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান। এ সময় তাদের ক্যামেরাও ভাংচুর করে সন্ত্রাসীরা।

Share.
Exit mobile version