বাংলার ভোর প্রতিবেদক
যশোর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) যশোরের শতাধিক ডাক্তারদের নিয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসের উত্তর পশ্চিম প্রান্তে ইনমাস ভবনের ষষ্ঠ তলার মাল্টি পারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) যশোরের পরিচালক ডাক্তার জামিউল হোসাইন বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঢাকায় একটি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২১ টি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনমাস যশোর অন্যতম। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ এখন এই প্রতিষ্ঠান থেকে ১৪৪ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক অধ্যাপক ডক্টর ফারিয়া নাসরিন বলেন, নিউক্লিয়ার মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের একটা বিশেষায়িত শাখা। যেখানে তেজস্ক্রিয় পদার্থ বা পরমাণু ব্যবহার করে রোগ নির্ণয় ও ক্ষেত্র বিশেষে রোগের চিকিৎসা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর আবু হাসান মো. আহসান হাবিব, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ডাক্তার মোহাম্মদ হারুন-অর-রশিদসহ যশোরের শতাধিক ডাক্তার।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইনমাসের পরিচালক ড. জামিউল হোসাইন