বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গৃহায়ন কর্তৃপক্ষের (হাউজিং এস্টেট) অবৈধভাবে বররাদ্দকৃত ৬৪টি প্লট বাতিলের দাবিতে মানবন্ধন হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন হয়। এতে যাদের উচ্ছেদ করে ওই বরাদ্দ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান।
মানববন্ধনে জানানো হয়, দীর্ঘদিন ওই সব প্লটে বসবাস করছেন নিম্ন আয়ের অসংখ্য পরিবার। উপশহরের মূল পরিকল্পনায় সেগুলি প্লট হিসেবেও ছিল না। পরবর্তীতে হাউজিং অফিসের কতিপয় দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা বিগত সরকারের সময় কিছু নেতাকে ম্যানেজ করে প্লট তৈরি করে মোটা টাকার বিনিময়ে বরাদ্দ দেয়। ওই বরাদ্দের কারণে ১৯৮৬ সালের পর থেকে সেখানে বসবাসকারী নিম্ন আয়ের মানুষকে পথে বসতে হচ্ছে। তারা অবৈধ প্লট বরাদ্দ বাতিলের দাবিতে এই মানববন্ধন করে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী, ইভান হোসেন, ফাহিম রহমান, খায়রুল ইসলাম, আলতাপ হোসেন, আছিরণ প্রমুখ।
খায়রুল ইসলাম নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমরা আজ ৫০ বছর ধরে ওখানে বসাবস করছি। সেইসব জায়গায় অন্য লোকের কাছে বরাদ্দ দিয়ে দিয়েছে। হাউজিং কর্তৃপক্ষ বলছে, আমাদের উচ্ছেদ করে দিবে।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস আমলে, যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর ছিলো তারা পুরস্কারস্বরূপ হাউজিংয়ে প্লট পাচ্ছে। যারা যোগ্যতা সম্পন্ন তারা কিন্তু প্লট পাচ্ছে না। আমরা দাবি জানায়, অবৈধ সরকারের সময়ে যেসব প্লট বরাদ্দ হয়েছিলো, সেগুলো বাতিলের দাবি জানাচ্ছি।’
শিরোনাম:
- প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলার ভোর, সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়
- আজ যশোর আইনজীবী সমিতির নির্বাচন
- তিন বছরে বাংলার ভোর
- যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত
- পোফ যশোরের উদ্যোগে তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- যশোরে ড্রেনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার
- জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র : নার্গিস বেগম
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপশহর ইউনিয়নের ফাইনাল নিশ্চত
