বাংলার ভোর প্রতিবেদক
যশোরে হিট স্ট্রোকে হাসান আকন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসান আকন যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা জালাল আকনের পুত্র। শুক্রবার বিকেল ৫টা ১৮ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বন্ধু ইউনুস আলী জানান, দুপুরে প্রচণ্ড গরমে শরীর খারাপ লাগার কথা বলে তিনি বিরামপুর পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন জাকিরের দোকানে এসে সোফার ওপরে শুয়ে পড়েন। এর কিছুক্ষণ পর এক প্যাকেট ভাজা খেয়ে আবার শুয়ে থাকেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তারা।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবাইদা আফসানা জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত গরমে শরীরের পেশি সংকুচিত হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হাসান আকনের ক্ষেত্রে তেমন লক্ষ্যণই দেখা গেছে।