বাংলার ভোর প্রতিবেদক
যশোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ডিবি পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে। ডিবির অফিসার ইনচার্য রুপণ কুমার জানান, (৬ মে) ভোর সাড়ে ৩টায় যশোর উপশহর বাস র্টামিনাল এলাকায় ঢাকা থেকে বেনাপোল গামী দেশ ট্রাভেল পরিবহনে অভিযান চালায় ডিবির একটি টিম। এসময় সেখান থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে। আটক কৃতরা হলেন,যশোর সদর উপ জেলার মাহিদিয়ার আব্দুর রউফের ছেলে মাসুম বিল্লাহ(৩৯), মানিকগঞ্জ জেলার ঘিউর ব্যাপারী পাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩১)। ডিবি কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলে জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট কিনে এনে বিক্রি করেন। আসামীদের যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন