বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক কেজি ১৬৪ গ্রামের ১০ টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদরের মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় তাদের প্যান্টে তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)। বিজিবি জানিয়েছে, আটককৃতরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন .. ..

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর সদরের মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তি ১০ টি স্বর্ণের বারসহ অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত গমন করছিলো। আটককৃত স্বর্ণের মূল্যে দুই কোটি এগার লক্ষ উনিশ হাজার দুইশত চুয়াল্লিশ টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version