বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের আংটিসহ একজনকে আটক করেছে বিজিবি। রোববার সকাল সাড়ে ৬টার দিকে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শেখ অলিউল¬া (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল¬াহর ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল¬াহ্ সিদ্দিকী জানান, রোববার সকাল সাড়ে ৬টার শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল¬াশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ২০ গ্রাম ওজনের আট পিস স্বর্ণের বার ও এক দশমিক ৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি এবং একটি মোবাইল জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি তিরাশি লাখ দুই হাজার তিনশত একচলি¬শ টাকা। একটি মোবাইলের দাম ২০ হাজার টাকা, নগদ এক হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ অলিউল¬াহ জানান, ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল¬াহ্ সিদ্দিকী জানান, কিছুদিন ধরে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটকের জন্য বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version