বাংলার ভোর প্রতিবেদক
যশোরের এসএম সুলতান ফাইন আর্ট কলেজে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।
কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও গভর্নিং বডির দাতা সদস্য জাহিদ হাসান টুকুন কলেজ ক্যাম্পাসে ককশিটে ছবি এঁকে বর্ষবরণের কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের জীবন সদস্য মোক্তার হোসেন, অভিভাবক সদস্য রবীন্দ্রনাথ হালদার, প্রভাষক সঞ্জীবন কুমার মন্ডল, প্রভাষক জামিল আহম্মেদ মুকুল, প্রভাষক গৌতম কুমার বিশ^াস, প্রভাষক আব্দুর রাজ্জাক, জিন্নাত আরা প্রমুখ।
কলেজের বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য গৌতম কুমার বিশ্বাস জানান, ঈদের পর পর বাংলা নববর্ষ পড়ছে সে দিকটা বিবেচনায় রেখে আয়োজন করা হচ্ছে।
মঙ্গল শোভাযাত্রায় আর্ট কলেজের কাছে মানুষের প্রত্যাশা থেকে যায় নতুন কলেবরে কিছু দেখবার। তাই মানুষের সেই প্রত্যাশার পরিপূরণে আনন্দ দেয়ার জন্য কিছু নতুন মোটিভ এবং চিরায়ত বাংলার লোকজ মোটিভে ছোট-বড় আকারের উপকরণ তৈরি করছে আর্ট কলেজের শিক্ষার্থী শিল্পীরা।
সবাই মিলে কাজ করলে আশা করছি এবার ভালো কিছু কাজ থাকবে শোভাযাত্রায় যশোর আর্ট কলেজের পক্ষ থেকে।