বাংলার ভোর প্রতিবেদক

বৃহস্পতিবার সকালে আপ বাংলাদেশ-এর যশোর জেলা কমিউনিকেশন টিম জেলা প্রশাসকের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন এবং যশোরের জনগণের পক্ষ থেকে ৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।

দাবিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলো-২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে “যশোর গণঅভ্যুত্থান দিবস” হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান ও বার্ষিক কর্মসূচির আয়োজন, রাজনৈতিক সহিংসতা ও মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ পুনঃচালু, স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে জনঅভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠা এবং একটি ইতিহাসভিত্তিক স্মারক জাদুঘর নির্মাণ, বিশেষভাবে সদর হাসপাতালের আধুনিকায়নের ওপরে গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে প্রশংসা করেন এবং এ বিষয়ে পরবর্তী আলোচনা ও অগ্রগতি নিশ্চিত করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হাসান শিশির এবং যশোর জেলা কমিউনিকেশন টিমের সদস্য হাবিবুর রহমান নাসির, শামীম হোসেন, আরিফ ফয়সাল, ইয়াসির আরাফাত, এবং জেলা সংগঠক খালেদ বিন সাইফুদ্দীন প্রমুখ।

Share.
Exit mobile version