বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) থেকে চাকুসহ দুই কিশোর আটক হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের কোর্টের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাপির ছেলে রাব্বী (১৪) এবং শহরের বেজপাড়া ছোটনের মোড় এলাকার রাকিব (১৬)।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে কার্যালয়ের কোর্টের ভেতর থেকে তাদের আটক করে তল্লাসি করা হলে তাদের কাছ থেকে চাকু উদ্ধার হয়।
কোতয়ালী থানার এসআই রেজাউল ইসলাম জানান, ডিউটি চলাকালীন আমাদের কাছে খবর আসে ডিসি অফিসে চাকুসহ দুই কিশোরকে আটক করা হয়েছে। পরে আমরা সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাই, আঠা খাওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে।