বাংলার খেলা প্রতিবেদক

যশোর জেলা ফুটবল রেফারিজ সমিতির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারির দ্বিতীয় তলায় বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২টি প্যানেলে ১৪ টি পদের বিপরীতে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে খাতুন ক্রিকেট প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে ভোট। ভোট গ্রহণ হবে দুপুর ১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

নিবাস-নিশাদ-ইব্রাহীম প্যানেলে ২টি সহভাপতি পদে লড়বেন ফশিয়ার রহমান ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নিবাস হালদার, যুগ্ম সম্পাদক পদে ইব্রাহীম হোসেন, কোষাধ্যক্ষ পদে সোহেল আল মামুন নিশাদ, দপ্তর সম্পাদক পদে ফেরদৌস হাসান। নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিল্লুর রহমান, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল বাসেদ, রাজু আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ কামরুজ্জামান। হারুন-বাচ্চু ও মিঠু প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছেন ২টি সহসভাপতি পদে হারুন-অর-রশিদ ও খুরশিদ মোহাম্মদ জাকির হোসেন। সাধারণ সম্পাদকে এবিএম শাহিদুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে হুমায়ুন করিব, কোষাধ্যক্ষ পদে শফিকুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক পদে সালাউদ্দিন ইউসুফ দিলু এবং নির্বাহী সদস্য পদে লড়ছেন শুভাষ চন্দ্র মন্ডল, সাইফুল ইসলাম, শশাংক কুমার ঘোষ, বশির আহমেদ, নজরুল ইসলাম, সাবু জোয়াদ্দার, মহিতোষ কুমার ঘোষ ও জমির হোসেন লাবু জোয়াদ্দার।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version