বাংলার ভোর প্রতিবেদক
নিত্য প্রযোজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহনীয় পর্যায়ে রাখা,অবতিশীল আইন শৃঙ্খলা পরিস্থতির উন্নয়ন, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেলে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করতে রোববার বিকেলে শহরে মিছিল করেছে  জেলা স্বেচ্ছাসেবক দল।

শহরের লাল দীঘিপাড়ের দর্লীয় কার্যালয়ে থেকে এ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version