বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা সড়ক পরিবহণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার আইডিবিএস প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পবিত্র কাপুড়িয়াকে সভাপতি এবং আনিসুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নবনির্বাচিত সভাপতি পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে সভায় একইসঙ্গে সমিতির পুরাতন সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের নাম যশোর জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি পরিবর্তন করে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি রাখা হয়।
নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু , সহ-সভাপতি যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী, আইডিবিএস সভাপতি দাউদ হোসেন খান ও সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান। যুগ্ম সম্পাদক হয়েছেন চৌগাছা বাস মালিক ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সহ সম্পাদক খাজুরা বাস মালিক সমিতির সভাপতি তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মিনিট্রাক ও পিকআপ মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক পুরাতন কসবা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান তোতা।
এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন, মামুনুর রশিদ বাচ্চু, বিশ্বনাথ ঘোষ বিশু, খায়রুল ইসলাম লাল্টু, আরিফুল ইসলাম রিয়াদ, যশোর বাস মালিক সমিতির সভাপতি, হাসান জামান, মাহবুবুর রহমান দুলাল, হাফিজুর রহমান, আসাদুজ্জামান, লিয়াকত হোসেন বাবু, শুকুর আলী বিশ্বাস, মোর্তজা হোসেন, মিজানুর রহমান, নাজিম হোসেন বাহাদুর। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।