নিজস্ব প্রতিবেদক
দেশ-বিদেশে কর্মক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করতে তরুণরা এখন কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। নানা বিষয়ে কাজ শিখে দক্ষতা অর্জন করে তারা আত্মোন্নয়নে যুক্ত হচ্ছেন। আর এ কাজে তাদের পাশে সর্বাত্মক সহযোগিতা দিয়ে চলেছে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
২০০৬ সালের ১২ অক্টোবর উদ্বোধনের মধ্যে দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশাপাশি শিক্ষিত বেকার ছেলে-মেয়েদেরও কারিগরি জ্ঞান দিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটির ৪৪ জন প্রশিক্ষক। প্রতি বছর এ কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে প্রায় ১২ হাজার ২৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন বলেও প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন ট্রেডের প্রশিক্ষণার্থী কলেজ পড়ুয়া সুরাইয়া আক্তার, শাহারিয়া আলম রিয়া, আব্দুল হালিম জানান, তারা নিজের দক্ষতা বাড়ানো লক্ষ্যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। যেন অন্যদের থেকে চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখতে পারেন। প্রবাস ফেরত মো. ইনতাজ জানান, পারিবারিক কারণে দেশে ফিরে এসেছি। এরপর বেকার ছিলাম। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করব বলে গ্রাফিক্স ডিজাইন শিখছি; যেন কোর্স শেষে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারি।
ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে ড্রাইভিং শিখতে আসা নীলা বলেন, ‘আমি সাধারণ মানুষের সাথে যুদ্ধ করে চলি। ট্রান্সজেন্ডার বলে সহজে কেউ আমাকে গ্রহণ করে না। চলার পথে অনেক বাধা বিপত্তি আসে। ভিক্ষাবৃত্তি নয়, কাজ করতে পছন্দ করি। সুবিধাবঞ্চিতদের জন্য সরকার অনেক প্রকল্প ঘোষণা করেছে। টিটিসিতে বিনামূল্যে শেখার সুযোগ পেয়েছি। ড্রাইভিং শিখে দক্ষ হয়ে বিদেশে যেতে চাই। দেশের রেমিটেন্সে আমিও একদিন অবদান রাখব।
প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক্স ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম জানিয়েছেন, এই কেন্দ্রে বিভিন্ন ট্রেডের কোর্সগুলোর মধ্যে আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স, কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা, ইংরেজি ভাষা, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, মোবাইল সার্ভিসিং, প্লাস্টিক টেকনোলজি, রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং, অটোম্যাকানিক্স, কনজুমার ইলেকট্রনিক্স, হাউজকিপিং এবং প্রি ডিপার্চার ও ওরিয়েন্টশন কোর্সের ওপর দক্ষ প্রশিক্ষকদের দিয়ে তিন দিন, তিন থেকে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হয়। জাপানিজ ভাষা শিখে ১২৫ জন জাপানে গেছে বলে তিনি জানান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা বলেন, পরিচ্ছন্ন এই ক্যাম্পাসে সারাবছর বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিটি বিষয়ের জন্য সুসজ্জিত আধুনিক যন্ত্রপাতিসহ আলাদা রুম রয়েছে। তরুণদের আড্ডায় এখন সব বিষয় ছাপিয়ে উঠে আসছে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার বিষয়। এ কেন্দ্র থেকে বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে ও ভিনদেশি ভাষা শিখে বিদেশে পাড়ি জমানোর সংখ্যা ক্রমেই বাড়ছে। চাকরির বাজারে দক্ষজনশক্তি এবং একাধিক ভাষায় পারদর্শী কর্মীদের কদর রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে একাধিক চাকরির সুযোগ। টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে যারা প্রবাসে পাড়ি জমাচ্ছে অন্যদের তুলনায় বেতন ও সুযোগ-সুবিধা বেশি পাচ্ছে বলেও জানান তিনি।
শিরোনাম:
- মালিক-শ্রমিক দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
- পদ্মাসেতুর ট্রেন চলাচল উদ্বোধনের দিন বিক্ষোভ করবে যশোরবাসী!
- যশোরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত
- যশোর শহরের দড়াটানা ও ঢাকা ব্রিজ এলাকায় ভৈরব নদে ভয়াবহ পানি দূষণ
- যশোরে নাশকতা মামলায় ১২৫ নেতাকর্মী কারাগারে, আদালত চত্বরে স্লোগানে উত্তাল
- ঝিনাইদহ ক্যাডেট কলেজে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- মৌ হিজড়ার স্বর্ণালংকার ও মালামাল আত্মসাত, দায়ীদের শাস্তির দাবি
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত