বাংলার ভোর প্রতিবেদক
যশোর জংশন থেকে পদ্মাসেতু হয়ে ঢাকায় চারটি ট্রেন চলাচলসহ ছয় দফা দাবিতে যশোর ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে ঢাকাস্থ যশোর সমিতির এক প্রতিনিধি দলের সাথে শুক্রবার রাতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক কাওসার আলী। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের প্রধান নির্বাহী বিশিষ্ট চিকিৎসক ডা.এম.এ রশিদ।
যশোর সমিতির সভাপতি প্রফেসর এমএ রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ ও আশিক। সভার শুরুতেই যশোর ক্লাবের পক্ষ থেকে শাহিন চৌধুরী ও অন্যান্যরা যশোরের কৃতি সন্তান প্রফেসর মো. আব্দুর রশিদকে ফুল দিয়ে বরণ করে নেন। সংগ্রাম কমিটির আহ্বানে মতবিনিময় সভা উপস্থিত হওয়ার জন্য সংগ্রাম কমিটির সদস্য সচীব প্রকৌশলী রুহুল আমিন শুরুতেই যশোর সমিতিকে ধন্যবাদ জানান।
সভায় যশোর সমিতির সভাপতি ডা. এম.এ. রশিদ বলেন, আমি সংগ্রাম কমিটির একজন কর্মী, আপনাদের একজন। আমাদের যুক্তিসংগত দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে আমি আপনাদের সাথে আছি। রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনারা জনমত তৈরি করা অব্যাহত রাখেন, আমরা যশোর সমিতি প্রশাসনিক ও রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখবো। বৃহত্তর যশোরের সবাইকে দাবির পক্ষে এক কাতারে আনতে হবে। ৫ টা ট্রেনের দাবিতে আমরা লড়বো। দ্রুত সময়ের মধ্যে জেলার সকল সংসদ সদস্যের সাথে মতবিনিময় শেষ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, রেল সচিবের সাথে বৈঠক হয়েছে, রেল মন্ত্রীর সাথেও বৈঠক করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতা মাহবুবুর রহমান মজনু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম-আহবায়ক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, সদস্য হারুন অর রশিদ, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, হাসান হাফিজুর রহমান, ডক্টর মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সমাজসেবক নাজিমউদ্দিন, অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, শিক্ষক সায়েদা বানু শিল্পী, সম্মিলিত সাংষ্কৃতিক জোট জেলা সভাপতি দীপংকর দাস রতন, বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা, মোবাশ্বের হোসেন বাবুসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা দর্শনা থেকে দুটি ও বেনাপোল থেকে দুটি ট্রেন, যমুনা সেতু হয়ে একটি ট্রেন চালু করা, প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য সময় সময়সূচী করে ট্রেন চালু করা, রেলের ভাড়া বাস ভাড়ার চেয়ে কম রাখা ও সাধারণ বগির ব্যবস্থা করা, তরকারি, মাছ ও ফুল পরিবহনে আলাদা বগি চালু করা, জাতীয় পরিচয়পত্র বাদেও বিকল্পভাবে টিকিট বিক্রয়ের ব্যবস্থা করা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখার বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, যশোরকে বঞ্চিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রাচীন ও এদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ যশোর। এ শহরের রেলওয়ে একটি জংশন, যা সারাদেশে ব্যবসা বাণিজ্য ও যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় অনেক বড় ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, পদ্মা সেতু নিয়ে যশোরের মানুষের যে স্বপ্ন ছিল, তার মৃত্যু ঘটতে চলেছে।
উল্লেখ্য এর পূর্বে দুই জুন রেল উন্নয়নে স্টেশন চত্বরে দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে যশোর রেল স্টেশন মাস্টার আয়নাল হোসেন ও জেলা প্রশাসক মোহম্মদ আবরাউল হাসান মজুমদারের কাছে স্মারকলিপি দেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।