বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম রুবেল নামে এক ব্যক্তি জখম হয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী রুবেল বাদী হয়ে দুই সহোদরসহ তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, একই গ্রামের লোকমান বিশ্বাস (৬০) ও জাহিদ বিশ্বাস (৫৫) এবং লোকমানের বাড়ির কাজের লোক মোজাহার আলী (৫০)।
বাদী মামলার এজাহারে বলেছেন, আসামিরা তার প্রতিবেশি। জামিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির গেট নির্মাণকালে আসামিরা তাদের বাড়ির মধ্যে অবৈধভাবে প্রবেশ করে এবং নির্মানাধীন গেটে ভেঙ্গে দিয়ে ৩০ হাজার টাকার ক্ষতি করে। সে সময় তার পিতা আব্দুল আহাদ বাঁধা দিলে তাকে গালিগালজ করে এবং মারপিট করতে উদ্যত হয়। তাকে নানা ভয়ভীতি দেখায়।
সে সময় তিনি এগিয়ে আসলে আসামিরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এছাড়া দেশিও অস্ত্র দিয়ে তাকে মারপিট করে। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এবং থানায় মামলা করেন।