বাংলার খেলা প্রতিবেদক
যশোর নগর বিএনপির আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এর চতুর্থ খেলায় জয় লাভ করেছে ৯ নম্বর ওয়ার্ড। সোমবার যশোর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ খেলায় টাইব্রেকারে ৭ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি শুরু হয়।
নির্ধারিত সময়ে দুই দল গোল করতে ব্যর্থ হয়। ফলে খেলা গোলশূণ্য অবস্থায় শেষ হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। ৯ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে।
খেলা শেষে দুই দলের অংশগ্রহণকারী পুরস্কার ও খেলার সেরা খেলোয়াড় রাজুর হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সহ-সভাপতি শামীম হোসেন বাদল, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।