ঝিকরগাছা সংবাদদাতা
শিক্ষক প্রশিক্ষণে সর্বত্র ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামিক স্টাডিজ খুলনা বিভাগীয় অঞ্চলের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপি দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোছাম্মৎ আসমা বেগম সরকারি কাজে ঢাকায় থাকায় শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মাহবুবুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন স্মারকলিপি গ্রহণ করেন।
বুধবার বেলা ১১ টায় স্মারকলিপি প্রদানকালে যশোর এবং খুলনা অঞ্চলের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। ইসলামিক স্টাডিজ খুলনা বিভাগীয় অঞ্চলের সভাপতি মারুফুর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক হোসাইন স্যায়েদীন স্বাক্ষরিত স্মারকলিপিতে সাত দফা দাবি জানানো হয়। সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং চাকরির পরীক্ষায় এ বিষয়ের উপর প্রশ্ন তৈরি করা সহ সাত দফা দাবি জানানো হয়।
লিখিত এই স্মারকলিপিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দেয়ার জন্য শিক্ষক নেতৃবৃন্দ অনুরোধ করেন।
এ সময় যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মাহবুবুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন শিক্ষকদের সাথে সহমত পোষণ করে বলেন, আপনাদের এই বার্তা বোর্ডের চেয়ারম্যান স্যারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর পৌঁছে দেয়া হবে।

