বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বড়বাজার আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে তল্লাশি অভিযান করে তাদেরকে আটক করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

আটকরা হলেন- যশোর শহরের বেজাপড়া এলাকার তপন কুমার দাসের ছেলে তাপস কুমার দাস (৩৬), শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান হৃদয় (২২)।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যম জানতে পারি যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এনে যশোর শহরের আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে সংরক্ষণ করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দসহ অবৈধভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী আনায়ন ও নিজ হেফাজতে রাখার অপরাধে দুই জনকে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে ছিল সাবান,শ্যাম্পু ,ফেসওয়াস, বডিস্প্রে সহ বিভিন্ন প্রসাধনী। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৮ হাজার ৩৮৫ টাকা । জব্দকৃত আলামত ও আসামিদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অঞ্জন ও খোকন নামে নামে ২ চোরাকারবারি বাজার থেকে পালিয়ে যায় ।অঞ্জন ও খোকন প্রতিনিয়তই ভারত থেকে অবৈধ ভাবে আসা বিভিন্ন ভারতীয় পণ্য চোরাকারবারিদের কাছ থেকে কিনে গুদামজাত করে থাকে। তাদের গুদাম থেকে র‌্যাব অবৈধ পণ্য উদ্ধার করলে ও তাদেরকে আটক করতে পারেনি। ্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বাজারে ব্যবসায়ীরা তাদের আটকের দাবি জানিয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version