বাংলার ভোর প্রতিবেদক
লেবারেল ডেমোক্রোটিক পার্টি (এল.ডি.পি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সারাদেশে মোট ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যশোর সদর (যশোর-৩) আসনে দলের জেলা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহম্মেদ বীর বিক্রম এই তালিকা প্রকাশ করেন।
এই ঘোষণার পর থেকেই যশোরের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে বকচরস্থ এলডিপির অস্থায়ী কার্যালয়ে নেতা-কর্মীরা খালেকুজ্জামান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছায় সিক্ত হয়ে খালেকুজ্জামান রিপন নেতা-কর্মীদের উদ্দেশ্যে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের প্রেসিডেন্ট অলি আহম্মেদ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতা-কর্মীদের তথ্য যাচাই-বাছাই করে ৮৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় আমাকে যশোর-৩ আসনে মনোনীত করায় তার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় খালেকুজ্জামান রিপন উপস্থিত নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক। সুতরাং, জোটগতভাবে নির্বাচন হলে দলীয় নেতা-কর্মীদের জোটের সিন্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, দলের যশোর জেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন, সহ-সভাপতি শফিকুর রহমান মনির, ফকরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাসুম, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রোকনুজ্জামান, সদস্য শফিকুল ইসলাম, মো. কামাল, নাহিদ ইসলাম, আ. গফুর, মো. সাহেব, মিজানুর রহমান, ইবাদাত খান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।