বাংলার ভোর প্রতিবেদক
আদালতের নির্দেশে যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানের সুযোগ পেয়েছেন আ,ন,ম আরিফুল ইসলাম। সোমবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহাবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চের এ আদেশ দেয়া হয়েছে। আরিফুল ইসলামের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইন্টারনেটের ধীর গতি এবং নির্বাচনী সার্ভারের জটিলতায় যথাসময়ে অনলাইনে মনোনয়ন জমা দিতে না পারায় উচ্চ আদালতে দারস্থ হন আ.ন.ম আরিফুর ইসলাম। তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও পাঁচ বারের সংসদ সদস্য মরহুম রওশন আলী বিশ্বাসের দৌহিত্র ও যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা’র সন্তান।