বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারিরা হলেন, ফাতেমা আনোয়ার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ তৌহিদ চাকলাদার ফন্টু, মোঃ শফিকুল ইসলাম জুয়েল, মোঃ শাহারুল ইসলাম, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও মোহিত কুমার নাথ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারি ৫ জন হলেন, কামাল খান, মোঃ মনিরুজ্জামান, মোঃ শাহজাহান কবীর শিপলু, শেখ জাহিদুর রহমান ও সুলতান মাহমুদ বিপুল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারি ৩ জন হলেন, জ্যোৎস্না আরা বেগম, মোছাঃ বাশিনুর নাহার ও মোছাঃ শিল্পী খাতুন। উল্লেখ্য, আগামী ২৯ মে ৩ ধাপে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫ মে মনোনয়ন বাছাই হবে।