বাংলার ভোর প্রতিবেদক
তৃতীয় ধাপে যশোরের সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন উপজেলার তিনটি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে তিনটি পদের বিপরীতে সদর উপজেলায় ১৫ জন, বাঘারপাড়ায় ১৭ জন ও অভয়নগর উপজেলায় ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নিধার্রিত সময় বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ উপজেলার সহকারি রিটানিং অফিসারের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।
যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ব্যবসায়ী ও যুবলীগনেতা তৌহিদ চাকলাদার, সদর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ার, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগ নেতা কামাল খান, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যুবলীগ নেতা মনিরুজ্জামান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর শিপলু, যুবলীগ নেতা জাহিদুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, বাঁশিনুর নাহার ও শিল্পী খাতুন মনোনয়ন জমা দিয়েছেন।
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যন পুরুষ পদে ৭জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব কুমার রায়, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা ও মাছুম রেজা খান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাওহিদুর রহমান, বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন ও জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম ছরোয়ার । এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, মহিলা লীগের সাধারণ সম্পাদক শামছুন নাহার লিমা, ধলগ্রাম ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রেকসোনা খাতুন ও সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান।
এদিকে, অভয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচা ও সাবেক হুইপ আব্দুল ওহাবের পুত্র শেখ আবরারুল হক কাফি সম্রাট। ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা পারভীন, লায়লা খাতুন ও ডা. সাফিয়া খাতুন।
নির্বাচন তফশিল অনুযায়ী মনোয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ হবে ২৯ মে।