যশোর-৩ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। সোমবার যাচাই বাছাই শেষে এনসিপির এই সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন যশোরের ডেপুটি কমিশনার ও রির্টানিং কর্মকতা মোহাম্মদ আশেক হাসান।
রির্টানিং কর্মকর্তার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া প্রার্থী নিজেও বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। গত রোববার বিকেলে খালেদ সাইফুল্লাহ জুয়েল আইনজীবী শাহরিয়ার বাবুকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এর আগে গত ২৯ ডিম্বের মনোনয়নপত্র জমা দিতে গেলে সময় পেরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তার মনোনয়নপত্র গ্রহণ করেনি সংশ্লিষ্টরা। এরপর মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ চেয়ে উচ্চ আদালতে রিট করেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।
ওই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শুনানি খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেয়ার আদেশ দেন। গত ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদনটি করা হয়। ওই রিটের পর উচ্চ আদালতের নির্দেশে যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে জুয়েলের মনোনয়নপত্র জমা নেন।-সংবাদ বিজ্ঞপ্তি।

