বাঘারপাড়া সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে যশোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তাঁর ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফারহান সাজিদ উপজেলা বিএনপির সদস্য।

সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় টিএস আইয়ূবের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান।

ফারহান সাজিদের সঙ্গে ছিলেন তার মা উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএফএম আসলাম হোসেন ও উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু হুরাইরা আশা।

Share.
Exit mobile version