কেশবপুর পৌর সংবাদদাতা
যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ওই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আবুল হোসেন আজাদ বলেন, স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তার পক্ষ কাজ করবেন।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ স¤পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক আলমগীর কবিরসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সদস্য দীলিপ মোদক প্রমুখ।
