বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতাদের কবর জিয়ারত করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার সকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুরকে সাথে নিয়ে তিনি এই কবর জিয়ারত করেন। এ সময় তাদের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে সকাল ১০টার দিকে তিন প্রার্থী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা রওশন আলীর কবর জিয়ারত করেন। পরে আলী রেজা রাজু, খালেদুর রহমান টিটো, শরীফ আব্দুর রাকিব, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দাদা কাজী আনিচুর রহমান ও নূরজাহান ইসলাম নীরার কবর জিয়ারত করেন।
এদিকে, বিকেলে রেলগেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল হাসান যশোরীর কবর জিয়ারত করেন তারা। পরে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার ও রাজাকারদের হাতে নিহতদের মধ্যে যাদের এই মাদ্রাসা এলাকায় গণকবর দেয়া হয় তাদের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যশোর রেলস্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী।
এ সময় তাদের সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, সাইফুল ইসলাম তুহিন, যুবলীগ নেতা আজাহার হোসেন স্বপন, কামরুজ্জামান মামুন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম, সাইদুর রহমান রিপন, গাজী রায়হান মৌমন, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।