রাজগঞ্জ প্রতিনিধ
মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ইসানি গ্রামের এক ধর্ষণ চেষ্টার আসামিকে আটক করেছে পুলিশ। মোটা অংকের টাকার বিনিময়ে মামলা এভিডেভিট করার পরেও আসামি হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ইসানী মোবারকপুর গ্রামের সিদ্দিকের ছেলে (ভাংড়ী ব্যবসায়ী) হারুন অর রশিদ একই গ্রামের মন্টুর স্ত্রী দুই সন্তানের জননীকে ভোর রাতে বাথরুমে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ওই গগৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজনসহ তার স্বামী এসে হারুনকে ধরে ফেলে এবং গাছের সাথে বেঁধে রাখে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসার নামে নানান টালবাহানা শুরু করে স্থানীয় পাতি নেতারা। কিন্তু কোন সুরাহা না হওয়ায় বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত ৩১-১-২০২৪ ইং তারিখে মণিরামপুর থানায় হারুনের নামে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়। যার মামলা নম্বর ২৩।
সেই থেকে আসামী হারুন পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এসআই জগেস কুমার গত ১৩ মার্চ গভীর রাতে আসামি হারুনকে নিজ বাড়ি থেকে আটক করেন।
অভিযোগ উঠেছে আসামিপক্ষ ইতিপূর্বে বাদীকে মোটা অংকের টাকার দিয়ে মামলা এভিডেবিট করে দিয়েছে বলে ব্যাপক প্রচার হচ্ছে।