নারায়নগঞ্জ প্রতিনিধি
হাইওয়ে সড়কের উপর ময়লার ভাগাড়ে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। হাইওয়ে সড়কে ময়লার ভাগাড় পরিস্কার করতে কেউ দায়িত্ব নেয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
এ ঘটনার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গাউছিয়া মাছের আড়ৎ এলাকার। গাজীপুর চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের উপরে বিশাল ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। ময়লার ভাগাড়ের দুর্গন্ধে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী এমন কি এ সসড়কে চলাচলরত যাত্রী ও পথচারীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
ভুলতা গাউছিয়া এলাকায় একদিকে কাঁচামালের আড়ৎ, মহাসড়কের উপর কাঁচাবাজার, হোটেল রেস্তোরাঁসহ গাউছিয়া এলাকার সকল ময়লা আবর্জনা এমন কি বাড়িঘরের আবর্জনা হাইওয়ের দুই লেন দখল করে লেনের উপরেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ময়লার দুর্গন্ধে রাস্তায় চলাচলকারী লোকজনকে নাকে রুমাল বা কাপড় চেপে চলাচল করতে হচ্ছে।
বাংলাদেশের আলোচিত ভুলতা গাউছিয়া কাপড়ের মার্কেট। সারাদেশের হাজার হাজার ব্যবসায়ী প্রতি সোমবার ও মঙ্গলবার এ কাপড়ের হাটে আসেন। তারা সকলেই পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। এ সড়কে চলাচল করেন ডজনখানেক হাসপাতালের রোগীসহ স্কুল কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী।
স্থানীয় কাঞ্চন এলাকার ওবায়দুর রহমান খোকন বলেন, হাইওয়ে সড়কের উপর ময়লার ভাগাড় দীর্ঘদিন ধরে আছে। প্রতিদিনই ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাতের ময়লা, এলাকার হোটেল রেস্তোরাঁ, হাসপাতালের জমানো ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এখানে। এ সকল ময়লা আবর্জনা পরিস্কারের স্থায়ী কোন ব্যবস্থা নেই।
গাউছিয়া এলাকায় সেনেটারি মার্কেটের ব্যবসায়ী সৈয়দ মাসুদ পারভেজ বলেন এ রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয়। এখানে এসেই নাক মুখ চেপে ধরে রাস্তা পার হই। মসজিদে মুসল্লিরাও নামাজ পড়তে গেলে ময়লা আবর্জনার দুর্গন্ধ শ্বাস-প্রশ্বাস নেন কষ্ট করে। এ নিয়ে লেখালেখি হলে দুর্ভোগ সাময়িক লাঘব হলেও স্থায়ী কোন সমাধান হয় না। আমরা স্থায়ী সমাধান চাই।
গাউছিয়া মার্কেটের ভাই ভাই মোটর্সের খালেক পাটোয়ারী বলেন ময়লা আবর্জনার দুর্গন্ধে দোকানে বসে ব্যবসা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বলাইখা এলাকার ফয়সাল মিয়া ও গোলাকান্দাইল এলাকার বাসিন্দা নাঈম বলেন, শুনেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার মহাসড়কের উপর ময়লা ফেলার বিষয় বিধি-নিষেধ দিয়েছেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে হাইওয়ে সড়ক ও মহাসড়কের উপরে বর্জ্য ফেলা হচ্ছে। রাস্তা দিয়ে দুর্গন্ধের কারণে সকলের চলাচলে সমস্যা হচ্ছে।
ময়লা আবর্জনা অপসারণের বিষয় গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুইয়া বলেন মহাসড়কের পাশে ৫ বিঘার একটা ফাঁকা জায়গা নির্ধারণ করা হয়েছে, এরপর থেকে ওই ফাকা জায়গায় ময়লা আবর্জনা ফেলা হবে। এমনই নির্দেশনা দেয়া হয়েছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়