বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা খাতুন, গড়বো সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক। অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ত্রিশটি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।