লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সরকারি জমি থেকে গাছ কেটে নিলো দুর্বৃত্তরা। গাছের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
অভিযোগে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মশাগুনী ১/১ খতিয়ানভুক্ত ৫নং দাগের সরকারি জমি থেকে রামপুর গ্রামের খালেদুর রহমান টিটো ও মলি বেগমের নেতৃত্বে দুর্বৃত্তরা ওই জমি থেকে গত ৭ ও ৮ জানুয়ারি দু’দিন ধরে মেহগনি, সীলকড়াই ও সুপারিসহ অন্যান্য বনজ বৃক্ষ কেটে নিয়ে গেছে।
এলাকাবাসী মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহানের নির্দেশে গত মঙ্গলবার লক্ষীপাশা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আফিল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তনকৃত গাছের কিছু অংশ জব্দ করেন। কিন্তু ওই কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই দুর্বৃত্তরা গাছ অন্যত্র সরিয়ে নিয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা হলে তারা গাছ কাটার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান বলেন, গাছ কাটার ঘটনায় জড়িতদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তরা সরকারি জমি থেকে গাছ কাটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়