শরণখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় উত্তরণ একসেস প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ১৫জন যুবক যুবতীকে স্বাবলম্বী করার লক্ষ্যে মাসব্যাপি কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।

আরও পড়ুন .. ..

জয়তী সোসাইটির উদ্যোগে নারী নির্যাতন বন্ধে যশোরে আধা কিলোমিটার সড়কব্যাপি মানববন্ধন

সোমবার বেলা ১১টায় শরণখোলা সরকারী কলেজ মোড় এলাকার সাদিক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক শামিম হাসান।

সঞ্চালনা করেন, উত্তরণ একসেস প্রকল্পের সিডিও শরণখোলা রুহুল আমিন ও অনিত কুমার দাস।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version