বাংলার ভোর প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় শহীদ আজিবর রহমান শেখরের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তৎকালীন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম এল) সক্রিয় সদস্য এবং প্রভাবশালী ছাত্র নেতা শহীদ শেখর ছিলেন দেশের গণআন্দোলনে অগ্রণী।

দিবসটি পালনে শহীদ শেখর স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও শহীদের পরিবারের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় বেজপাড়া তালতলা কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির পক্ষে সদস্য সচিব হাবিবুর রহমান মোহন, হারুন অর রশিদ, জিল্লুর রহমান ভিটু, মফিজুর রহমান রুন্নু, হাসান হাফিজুর রহমান, খবির শিকদার।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষে জেলা সম্পাদক তসলিম উর রহমান,  কাজী মামুনুর রশিদ, রিনা পারভিন, শহীদের পরিবারের সদস্য বদিউজ্জামান বাদল, শহীদ আনোয়ার পাভেল, জান্নাতুল ফেরদৌস অন্তরা, জয়নাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা শহীদ শেখরের জীবন ও সংগ্রাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

১৯৭৭ সালে কারাগারে বন্দী কমরেডদের লেখা একটি কবিতা শহীদকে স্মরণ করে পাঠ করেন মফিজুর রহমান রুন্নু। শপথ বাক্য পাঠ করান হারুন অর রশিদ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জিল্লুর রহমান ভিটু।

Share.
Exit mobile version