কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ হাজারো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম শহীদুজ্জামান বেল্টু। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। এরপর বিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বেল্টু ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে এ ঐতিহাসিক বিজয়টি ধরে রাখতে হবে। কিন্তু এ বিজয়কে নস্যাৎ করতে একটি যড়যন্ত্রকারী মহল দখল, হাঙ্গামা, লুটের পায়তারা করছে। তিনি বলেন, কেউ কারো প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ন হবেন না। লুটেরা সন্ত্রাসীদের বিএনপিতে ঠাই নাই। কেউ চাদাবাজি করতে গেলে তাকে ধরে আইনের হাতে তুলে দিবেন। আমরা জনগনের পাশে আছি থাকব।
কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেত্রী সাবেক সাংসদ পত্নী মুরশিদাজ্জামান পপি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তবিবর রহমান মিনি, মোস্তফা আব্দুল জলিল, হারুন অর রশিদ মোল্ল্যা ও বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল গাফ্ফার। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন। এছাড়াও সমাবেশে কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।