প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা মোস্তফার পাশে দাঁড়িয়ছেন যশোর জেলা ইমাম পরিষদ নেতৃবৃন্দ।

রোববার ভোরে নেতৃবৃন্দ শহিদ মোস্তফার বাড়িতে যান এবং তার পরিবারের হাতে খাদ্য, প্রয়োজনীয় সামগ্রিসহ নগদ অর্থ তুলে দেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ও সার্বিক খোঁজ-খবর নিয়ে তাদেরকে জরুরি পরামর্শ দেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ মাওলানা মোস্তফা দ্বীনের কাজে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তার বড় সফলতা হলো, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার পথেই শাহাদাত বরণের মাধ্যমে তার দুনিয়ায় সফর শেষ করেছেন।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাসীরুল্লাহ, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আহমাদ আলী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি আব্দুল হান্নান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮  জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের বাসিন্দা মাওলানা মোস্তফা।

Share.
Exit mobile version