শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় ওয়ারেন্টভুক্ত চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি জাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলার পশ্চিম কোটা এলাকা থেকে তাকে গ্রেফতার হরা হয়। জাহান ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, জাহান আলী একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতার এড়াতে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। অবশেষে ২৩ অক্টোবর রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই গুরা চাঁদের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তার নামে একাধিক মাদক মামলা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহান আলী একজন তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট পাইকারি এবং খুচরা বিক্রি করছিলো। যে কারণে পশ্চিম কোটা, ধান্যতারা, পূর্বকোটা, শিংগা, রাড়িপুকুর, শংকরপুর, কিসমত ইশপুর, ইলিশপুর, বাগুড়ীসহ অত্র এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ও যুবসমাজ মরণব্যাধি মাদক সেবনে জড়িয়ে পড়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, জাহান আলীর নামে একটি মাদক মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version