শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বোন ও দুলাভাইয়ের করা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই আসাদুজ্জামান আসাদ। শনিবার দুপুরে বেনাপোল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আসাদুজ্জামান আসাদ বলেন, গত ২৯ সেপ্টেম্বরে তার বোন আনজুয়ারা খাতুন (শিমুল) ও দুলাভাই শরিফুল ইসলাম কর্তৃক শার্শা থানায় দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তার বোন ও দুলাভাই তাকে আর্থিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।
আসাদ আরও বলেন, গত ২১ জুলাই আমার বোন ও দুলাভাই স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। পরে ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আমার বাড়ির মূল ফটক বাইরে থেকে আটকে দেয়। পরদিন সকাল ৮টার দিকে বোন ও ভাগ্নে শিহাব বাড়িতে ঢুকে ভবনের পেছনের পকেট গেট তালা লাগিয়ে দেয়। এরপর বোন আমার ঘরের দরজা আটকে রান্নাঘরে গিয়ে নিজের হাতে ব্লেড দিয়ে মাথা কাটে, আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে। যার ভিডিও আমার ছেলে ধারণ করেছে।
তিনি অভিযোগ করেন, তার বোন তাকে ভয়ভীতি ও আর্থিক চাপে ফেলতে ৫ লাখ টাকা দাবি করে এবং হুমকি দেয় টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে। আমার বোন দাবি করছে, সে আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা দিয়েছে, কিন্তু এর কোনো প্রমাণ নেই।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরবর্তীতে তার বোন শার্শা থানায় অভিযোগ করেন যে তিনি ১০ লাখ টাকা পাওনা এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আসাদ। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে প্রশাসনের কাছে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
এ বিষয়ে বোন আনজুয়ারা খাতুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোন সাড়া দেননি।