বেনাপোল প্রতিনিধি
যশোর-১ (শার্শা) আসনে বিভিন্ন কেন্দ্রে বোমা হামলা, গুলি, ছুরিকাঘাতসহ ৫৫টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের জোর করে বের করে দেয়াসহ প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।
গতকাল দুপুরে তার নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের ৩০ জন আহত হয়েছেন।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে নৌকার সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা গুলি করে ৪ জনকে আহত করেছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের কোনো কর্মী সমর্থক নেই। কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি। তিনি যেসব অভিযোগ করেছেন তা ডাহা মিথ্যা। কেন্দ্রে ভোটার উপস্থিতি এতো কম কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো অনেক কেন্দ্রে ঘুরেছি। ভোটারের ভালোই উপস্থিতি রয়েছে। তাছাড়া গ্রাম গঞ্জের ব্যাপার তো। দিনের সব সময় একই রকম ভোটারের উপস্থিতি থাকে না। কখনো বাড়ে; কখনো কমে।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান আকতার বলেন, নিরপেক্ষ ভোটগ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি কম।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত সুপার বেলাল হোসেন জানান, কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, আমাদের না জানিয়ে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছেন। কোথায় কোথায় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে সেটা আমাদের জানাতে হবে; কিন্তু তিনি সেটা এখনো জানাননি।
শিরোনাম:
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
- বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
- যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
- ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
- যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
- তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
