শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখায় বিআরডিবি’র (পজীপ) এর আয়োজনে, পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় ৩দিন মেয়াদী আয়বর্ধন মূলকবিষয়ঃদুগ্ধজাত গাভী পালন/দুগ্ধ বিপননপ্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
ইউসিসি এ লি.’র প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিআরডিবি ঢাকা (পজীপ) এর প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার। ১৩ মে শেষ দিন পর্যন্ত বক্তব্য রাখবেন বিআরডিবি মাগুরার উপপরিচালক আরিফুল ইসলাম, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শাহীন আলম, আরডিও দেবাশীষ কুমার দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) আশিক ইকবাল। প্রশিক্ষণে ৪০ জন মহিলা অংশগ্রহণ করেন।