বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা স্লোগানের মাধ্যমে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা একটি সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। যেখানে বহিরাগতদের অবাধ প্রবেশ থাকবে না। কোনো কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসী কার্যক্রমকে আমরা প্রশ্রয় দিতে চাই না। তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কলেজের শহীদ আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে দুর্বৃত্তরা শিক্ষার্থী রবিউল ইসলামের ওপর হামলা চালায়। ঘটনাটি কলেজ ক্যাম্পাসে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

