বাংলার ভোর প্রতিবেদক
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরে এতিমখানা ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হামদ, নাত, কেরাত ও সূরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৩২ বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্ল্যাহ। তিনি বলেন, ‘মাদরাসার ছাত্ররা শুধু ইমাম, মুয়াজ্জিন নয় বরং সকল পর্যায়ে যাতে চাকরি করতে পারে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। মাদরাসার এসব শিক্ষার্থীদের আওয়ামী লীগের সরকার মূল্যায়ন করেছেন।
আগে ধারণা ছিলো মাদ্রাসার শিক্ষার্থীরা মানেই মসজিদে ইমামতি করবে। সেই ধারণা বদলে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় এসে সাধারণ শিক্ষাব্যবস্থার সঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও মডেল করেছেন। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় শত শত মডেল মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, জেলা স্বচ্ছাসেবক লীগ নেতা এস এম জাহাঙ্গীর হোসেন খোকন, কামরুজ্জামান, প্রভাষক জসীম উদ্দিন, শাহিনুর রহমান, সৈয়দ মুস্তাফিজুর রহমান রান্না প্রমুখ।