মণিরামপুর সংবাদদাতা
বুধবার (১ মে) রাতে মণিরামপুর কেন্দ্রীয় দোলখোলা পূজামন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্যে তিনি যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী।
এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। এমপি এসএম ইয়াকুব আলী মন্দিরের উন্নয়নে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
মন্দির কমিটির সভাপতি গৌর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অসীম কুমার, সাধারণ সম্পাদক তপন ভট্টাচার্য্য, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিশির ঘোষ মিঠু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, যুবলীগ নেতা সবুজ ঘোষ, শাহ জালাল, মিজানুর রহমান, জিএম মিলন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সহ-সভাপতি প্রবীর রায় চৌধুরী।