শ্যামনগর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান কররা হয়েছে।
আজ (শনিবার) বেলা ১২টায় গাবুরা চকবারা গ্রামে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদসস্য এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব এসসিএফ সভাপতি করেন মইনুল ইসলাম। পরিচালনা করেন হাবিবুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১৮ জন পিতৃহারা মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি ও বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) ২০১৫ সাল থেকে উপকূলে খাবার পানি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version