শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে মাসিক সভায় দুর্নীতির বিরুদ্ধে কথায় বলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে। বিচার চেয়ে ভুক্তভোগী ইউপি সদস্য শ্যামনগর থানায় অভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়, বুড়িগোয়ালিনী ইউপির ৪ ,৫ ,৬ , নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য উমা রানী গত ৮ মার্চ মাসিক সভায় দুর্নীতির কথা তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুন্দ কুমার পাইক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাকে বেদমম মারপিট করে জখম ও শ্বাসরোধে হত্যা চেষ্টা করলে ইউপি চেয়ারম্যানন বাধা দেন। এ ঘটনায় চেয়ারম্যানের কাছে উমা রানী বিচার চাইলে চেয়ারম্যান বলেন স্থানীয়ভাবে মিটমাট করে নেয়ার জন্য। কিন্তু বিচার না পেয়ে শ্যামনগর থানা অভিযোগ করি। উমা রাণী আরো জানান, নির্বাচনকালীন সময়ে নৌকায় ভোট চাওয়ায় আমাকে সকল প্রকল্প ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
ঘটনা স্থলে থাকা ইউপি সদস্য আবিয়ার রহমান বলেন, উমা দিদি জোরে কথা বলার কারণে হঠাৎ মুকুন্দ দাদা তাকে মাথার চুল ধরে ধাক্কাধাক্কি করে এর পরে গলা ও মুখ চেপে ধর। বিষয়টা খুবই দুঃখজনক। অভিযুক্ত মুকুন্দ পাইক বলেন, উমা রাণী পরিষদের মধ্যে গালিগালাজ করার করণে আমি ইয়ারকি করে তার মুখ চেপে ধরেছিলাম।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, মারপিটের কোন ঘটনা ঘটেনি। উমা রাণী গালিগালাজ করার কারণে ইউপি সদস্য মুকুন্দ পাইক তার মুখ চেপে ধরেছিল।