শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে ‘ব্লু কার্বন’ শীর্ষক দুই বছর মেয়াদি পাইলট প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের অগ্রগতি, অর্জন, শেখা বিষয়সমূহ ও সীমাবদ্ধতা অংশীজনদের মাঝে তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য মূল্যবান সুপারিশ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
সভাপতিত্ব করেন লিডার্সের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন লিডার্স’র ডিরেক্টর (প্রোগ্রাম) এবিএম জাকারিয়া।
সভা শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
