শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দকৃত ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উচ্ছেদ করার অভিযোগে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য প্রদান করেন, খাগড়াদানা গ্রামের আব্দুস সামাদ। তিনি অভিযোগে জানান, খাগড়াদানা গ্রামের নজরুল ইসলাম ও নজরুল ইসলামের স্ত্রী ফতেমা বেগম অবৈধভাবে আব্দুস সামাদের বসবাসরত সরকারি বরাদ্দকৃত ঘর জবর দখল করেছে। আব্দুস সামাদ একজন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন হওয়ায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পান। যার সাতক্ষীরা জেলা প্রশাসক পত্র সূত্র: নং ৩১.৪৪.৮৭০০.০০৬.০৭.০৮৩.২২-৪৬৮/১, তাং- ২১.০৪.২০২২ খ্রিঃ, বন্দোবস্ত মামলা নং-৪২১/২১-২২ মূলে ইসমাইলপুর মৌজার খতিয়ান নং-০১, দাগ নং-১০৩, জমির পরিমাণ দুই শতক।
তারপরও অভিযুক্তরা গত ২ এপ্রিল রাত ১১ টার দিকে আব্দুস সামাদ বাড়িতে না থাকার সুযোগে পূর্ব পরিকল্পিত ভাবে বসত ঘরের তালা ভাঙ্গিয়া মালামাল লুটতরাজ করে জবর দখলে নেয়। এ ধরনের জবর দখলমূলক কার্যকলাপের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যকার আশু শান্তি-শৃংখলা ভংগ তথা মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে।
শান্তি-শৃংখলা রক্ষার্থে ঊভয় পক্ষের সমন্বয়ে প্রদানকৃত দলিল ও অন্যান্য কাগজ পত্রাদী দৃষ্টে দখল মুক্ত করে সঠিক বিচারের মাধ্যমে আব্দুস সামাদের ঘর ফেরত পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।