শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে জিয়াদ আলী গাজী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি মৌতলা গ্রামের বাসিন্দা।

নিহতের পুত্র আব্দুল জলিল জানান, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেয়। সকালের দিকে বুঝতে পেরে দ্রত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে দেরিতে নিয়ে আসার কারণে তার মৃত্যু হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version