শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

যশোর বিনোদিয়া পার্ক, ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের রাজ্যে দিনভর সৌন্দর্য উপভোগ, প্রীতি লটারী বিজয়ীদের পুরস্কার ও সম্মানিত বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা রনী খাতুন ( বর্তমান ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা) ঝিকরগাছা উপজেলা পরিষদ হলরুমে অতিথিদের স্বাগত জানিয়ে ঝিকরগাছার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে অপর সম্ভাবনার পথের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এর আগে শনিবার সকাল ৮ টায় প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির বার্ষিক বনভোজনের ভ্রমণ যাত্রা উদ্বোধন করেন।

পরে বিকেলে আনন্দ লটারী বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।

Share.
Exit mobile version