শ্যামনগর সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম দুলুর বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহল করা হয়েছে।

৬ ডিসেম্বর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সকল সিদ্ধান্ত কার্যকর করেছেন।

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম দুলু কে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়।

এদিকে, যুবদলের এ নেতার স্বপদে বহাল হওয়ায় নেতা কর্মীদের মধ্যে প্রাণচ্যঞ্চল্য ফিরে এসেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version