সাড়াতলা সংবাদদাতা
মঙ্গলবার ৫৫তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে যশোরের শার্শার কাশীপুরে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থল প্রস্তুত।

ইতিমধ্যে ধোয়া, মোছা, পরিস্কার পরিছন্নসহ রংয়ের কাজ সম্পন্ন হয়েছে। দিবসটির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠের পরিবার ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

আরও পড়ুন .. ..

বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ

পরে একে একে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানাবে।

এছাড়া এদিন সকালে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।

মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ।

এ সময় শত্রুর হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। পরে শার্শার কাশিপুরে তাকে সমাহিত করা হয়।

প্রতিবছর তার জন্ম-মৃত্যুবার্ষিকী, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন ও বিজিবিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাধীস্থলে তার প্রতি শ্রদ্ধা জানান।

Share.
Exit mobile version